বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

নতুন রাডার ব্যবস্থা উন্মোচন করল ইরানের নৌবাহিনী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৩ 

news-image

ইরানের নৌবাহিনী আজ (বুধবার) দেশে প্রস্তুত একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা উন্মোচন করেছে। ‘আসর’ বা যুগ নামের এ রাডার দিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তু শনাক্ত করা যাবে।

ইরানের নৌবাহিনী দিবসের আগে এ রাডার উন্মোচন করা হল। এ অনুষ্ঠানে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি এবং ডেপুটি আর্মি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল রহিম মুসাভিসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ব্রিগেডিয়ার মুসাভি জানান,এ রাডারকে নৌবাহিনীর যেকোনো জাহাজে স্থাপন করা যাবে এবং তাতে নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা আরো বাড়বে।

এ ছাড়া, অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি জানান,এ রাডার দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ১১০ মাইল দূরবর্তী লক্ষ্যবস্তু নির্ণয় করা যাবে।

রেডিও তেহরান, ২৭ নভেম্বর, ২০১৩