নতুন বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১তম ইরানের বাস্কেটবল
পোস্ট হয়েছে: অক্টোবর ২, ২০২২

সর্বশেষ ফিবা র্যাঙ্কিং অনুযায়ী ইরানের জাতীয় পুরুষ বাস্কেটবল দল বিশ্বে ২১তম স্থানে রয়েছে। ২০২২ এশিয়ান কাপ এবং ফিবা ইউরোবাস্কেট ২০২২ এর পরে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি বাস্কেট-বল (এফআইবিএ) বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলের সর্বশেষ এই র্যাঙ্কিং প্রকাশ করে।ফিবা র্যাঙ্কিং-এর সর্বশেষ আসরে জাতীয় ইরানি পুরুষ বাস্কেটবল দল ২১তম স্থানে রয়েছে। আগের র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ছিল ২৫তম।মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, সার্বিয়া, স্লোভেনিয়া, লিথুয়ানিয়া, গ্রীস এবং ইতালির জাতীয় দল নতুন ফিবা র্যাঙ্কিংয়ে প্রথম থেকে দশম স্থানে রয়েছে।সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বাহরাইন ১৮ ধাপ উপরে উঠে গেছে এবং কাতার জাতীয় দল ১৪ ধাপ উপরে উঠে ৮৯তম স্থানে রয়েছে। সূত্র: মেহর নিউজ।