বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নতুন বছরের পর্যটকদের বরণে বর্ণিল সাজে ইরানের রাজধানী

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২২ 

news-image
ফারসি নববর্ষ নওরোজের ছুটির সময় নতুন বছরের পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ইরানের রাজধানী। তেহরান পৌরসভা ভ্রমণকারীদের বরণে বেশ কয়েকটি পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিয়েছে। ভ্রমণপিপাসুদের মনোরঞ্জনে বর্ণিল সাজে সাজছে পুরো নগরী।তেহরান পৌরসভার একজন কর্মকর্তা শুক্রবার বলেছেন, নতুন ইরানি বছর ১৪০১  (যা ২১ মার্চ থেকে শুরু হচ্ছে) এ তেহরানের পর্যটনকে উন্নীত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।মেহরশাদ কাজেমি জানান, পুরো শহর ট্যুরিস্ট গাইড এবং  ট্যুরিস্ট বাসে সুসজ্জিত করা হবে, বিশেষ করে পর্যটন এলাকাগুলো।  এছাড়া বিনামূল্যে ট্যুর দেওয়া হবে। খবর বার্তা সংস্থা ইলনার।তিনি আরো জানান, বেশিরভাগ বিনোদনমূলক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং জাদুঘর ছুটির সময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সূত্র: তেহরান টাইমস।