মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নতুন প্রজন্মের মাসুদ-১৬ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২১ 

news-image

নতুন প্রজন্মের মাসুদ-১৬ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। মঙ্গলবার সকালে দেশটির উত্তর কেন্দ্রীয় অঞ্চলের সেমনান প্রদেশে এই পরীক্ষা চালানো হয়।

সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা দিবসের শেষ দিন ১ সেপ্টেম্বর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

একজন আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, মাসুদ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এটি ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলা করতে সক্ষম এবং একইসাথে বেশ কয়েকটি বৈরী লক্ষ্যবস্তুকে নজরদারিতে রাখতে সক্ষম। সূত্র: তেহরান টাইমস।