বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নতুন ধরনের সাবমেরিন নির্মাণ করছে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০১৩ 

news-image

ইরান আগামী কয়েক মাসের মধ্যে নিজ বিশেষজ্ঞদের তৈরি নতুন ধরনের সাবমেরিন প্রদর্শন  করবে। দেশটির একদল উচ্চ-পদস্থ সেনা কর্মকর্তা বলেছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ইরান এই সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরি করবে এবং তা হবে আধাআধি ভারী বা সেমি-হেভি সাবমেরিন।

ইরানের নৌ-বাহিনীর শিল্প-গবেষণা ও স্বনির্ভর-জিহাদ সংস্থার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলি গোলামজাদেহ বলেছেন, চলতি ফার্সি বছরের শেষের দিকে এই সাবমেরিন প্রদর্শন করা হবে। আগামী মার্চের ২০ তারিখে শেষ হচ্ছে চলতি ফার্সি বছর। তিনি জানান, ইরান বর্তমানে নানা মডেলের বহু হাল্কা সাবমেরিন নির্মাণ করছে।

গোলামজাদেহ বলেছেন, ইরানের এইসব সাবমেরিনের মান সেইসব দেশের সাবমেরিনের চেয়েও উন্নত যে দেশগুলো এই শিল্পে ও বিশেষ করে, আধাআধি ভারী সাবমেরিন নির্মাণ ও এমনকি সংস্কারের জন্যও আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করছে।

ফ’তেহ, গ্বাদির, কায়েম ও নাহাং- ইরানের নির্মিত কয়েকটি অত্যাধুনিক মডেলের সাবমেরিন। ইরানের নৌ বাহিনী ‘জামারান’সহ নানা ধরনের আধুনিক মডেলের ডেস্ট্রয়ারও নির্মাণ করছে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে।

রেডিও তেহরান, ৩০ নভেম্বর, ২০১৩