নতুন দুই ধরনের হেলিকপ্টার বানালো ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৮

নতুন দুই ধরনের হেলিকপ্টার বানাতে সক্ষম হলেন ইরানের বিশেষজ্ঞরা। বর্তমানে হেলিকপ্টার দুটি আন্তর্জাতিক ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক কর্তৃপক্ষের সনদ পেলেই অপারেশন শুরু করবে দেশীয়ভাবে তৈরি করা এসব হেলিকপ্টার।
শনিবার ইরানের এভিয়েশন প্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের প্রধান মানুচেহর মানতেগি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশীয়ভাবে নকশা করা ওই দুটি হেলিকপ্টার বর্তমানে আন্তর্জাতিক সনদ পাওয়ার অপেক্ষায় রয়েছে।
এভিয়েশন প্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের প্রধান আরও জানান, নতুন নকশার বিমান দুটির একটিতে যাত্রী বহনের জন্য আসন রয়েছে ৮টি। ইতোমধ্যে বেশ কিছু সংখ্যক এক্সজিবিশনে বিমানটির প্রদর্শনী চালানো হয়েছে। এসব প্রদর্শনী থেকে সম্ভাব্য কিছু বিদেশি ক্রেতাও পাওয়া গেছে বলে জানান তিনি।
মানতেগির তথ্যমতে, বিশ্বে ২০টিরও কম দেশের হেলিকপ্টার উৎপাদন করার সক্ষমতা রয়েছে। বর্তমানে ইরান তাদের অন্যতম।
ইরানি এই কর্মকর্তা আরও জানান, তার দেশে জ্ঞানভিত্তিক কোম্পানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এভিয়েশন খাতে এসব কোম্পানি বেশ তৎপর। ২০১৪ সালে দেশে এই ধরনের কোম্পানির সংখ্যা ছিল প্রায় ২০টি। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে ১৮০টিতে দাঁড়িয়েছে বলে জানান মানতেগি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।