নতুন ডাক জাদুঘর চালু হচ্ছে ইরান জুড়ে
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১

ইরানে নিকট ভবিষ্যতে দেশব্যাপী পোস্ট এবং ডাকটিকেট সংগ্রহ সংক্রান্ত নতুন জাদুঘর চালুর পরিকল্পনা করা হচ্ছে। তেহরানের পোস্ট ও কমিউনিকেশন মিউজিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান আমিনি এই ঘোষণা দেন।
রোববার আমিনি জানান, খোরাসান রাজাভি, সিস্তান-বালুচিস্তান ও জাঞ্জান প্রদেশে মোট চারটি ডাক জাদুঘরের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। খবর বার্তা সংস্থা ইরনার।
তিনি বলেন, এসব জাদুঘরে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব পূর্ব ও বিপ্লব পরবর্তী সময়কালের ডাক টিকিট, ঐতিহাসিক খাম ও বিরল বিদেশি চিঠিপত্র প্রদর্শন করা হবে। একই সাথে যোগাযোগ সংশ্লিষ্ট প্রাচীন বিভিন্ন আইটেম দেখানো হবে ডাক জাদুঘরগুলোতে।
ওই কর্মকর্তা আরও জানান, ডাকটিকিট এবং ফিল্যাটেলিক সংগ্রাহকরা এসব জাদুঘরে তাদের প্রাচীন আইটেমগুলোও প্রদর্শনের সুযোগ পাবেন। সূত্র: তেহরান টাইমস