নতুন কৌশলগত সাফল্যের উন্মোচন আইআরজিসির
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/09/Capture44444444444444.jpg)
বোমা এবং বিস্ফোরক শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে নতুন কৌশলগত সাফল্যের উন্মোচন করলো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার সকালে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে এই সাফল্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইআরজিসি ইঞ্জিনিয়ারিং এবং প্যাসিভ ডিফেন্স বিষয়ক ডিপুটি সর্বশেষ অর্জনগুলো উন্মোচন করে এবং এসব অর্জন ইরানের বিভিন্ন প্রদেশে অবস্থিত আইআরজিসি ঘাঁটিগুলোতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উন্মোচন করা নতুন সাফল্যগুলোর মধ্যে রয়েছে জাহাজ এবং তেল শোধনাগারের উপরিভাগ পর্যবেক্ষণ ও শনাক্তকরণ, শরীর পরিদর্শনের জন্য র্যাকেট নিয়ন্ত্রণ পরিদর্শনের ‘ইউনুস’ রোবট ড্রাইভার। বিস্ফোরক প্যাকেজ ধ্বংসে সক্ষম বিস্ফোরক ফাঁদ, প্রথম ও দ্বিতীয় প্রজন্মের বিস্ফোরক শনাক্তকারী ‘রা’আদ-১’, বোমা এবং বিস্ফোরক শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণের রোবট ইত্যাদি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।