রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নওরোজের উপহার ১৩৩১ শিশু

পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৬ 

news-image

ইরানে এবার নওরোজের ছুটির ১৩ দিনে যেসব শিশু জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে ৬২৮টি জমজ, ২৫টি ত্রয়ী শিশু রয়েছে। এসব শিশুর বেশিরভাগ রাজধানী তেহরানে জন্ম নিয়েছে। তেহরানে নওরোজের ছুটির ১৩ দিনে ১০৭ টি জমজ ও একটি ত্রয়ী শিশুসহ মোট ২২৭ টি শিশু জন্ম গ্রহণ করেছে। দেশটির সিভিল রেজিস্ট্রেশন অর্গানাইজেশন এ তথ্য দিয়েছে। তবে একই সময় সারাদেশে ৪০ হাজার ৯৪৫টি শিশু জন্মগ্রহণ করে ।

নওরোজে সারাদেশে জন্মগ্রহণকারী শিশুর মাধ্যে তেহরানে ৫ হাজার ৭৪, রাজাভিতে ৪ হাজার ৯২ ও খুজেস্তান প্রদেশে ৩ হাজার ১২৯টি শিশু জন্মগ্রহণ করে। সূত্র: তেহরান টাইমস