নওরুজের ছুটিতে চার জনপ্রিয় ছবি প্রচার করবে আইআরআইবি
পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২০

ইরানি নওরুজের (নববর্ষ) ছুটিতে চারটি জনপ্রিয় ছবি সম্প্রচার করবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি। ইরানে ২০ মার্চ থেকে ফার্সি নববর্ষের ছুটি শুরু হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইআরআইবি এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, চ্যানেল ১ এ সম্প্রচার করা হবে চলচ্চিত্রকার নারগেস আবিয়ারের ‘হোয়েন দ্যা মুন ওয়াজ ফুল’। চলচ্চিত্রটিতে তেহরানের এক নারী বাসিন্দার গল্প তুলে ধরা হয়েছে। ওই নারী পাকিস্তান সীমান্তবর্তী একটি প্রদেশের পুরুষকে বিয়ে করে। বিয়ের পর শিগগিরই তিনি জানতে পারেন, তার স্বামীর ভাই একজন ধর্মীয় চরমপন্থী। সে তার স্বামীকে তার দলে ভেড়ানোর চেষ্টা করছে।
‘হোয়েন দ্যা মুন ওয়াজ ফুল’ গত বছর ফজর চলচ্চিত্র উৎসবের ৩৭তম আসরে সেরা ছবির পুরস্কার ক্রিস্টাল সিমোর্ঘ লাভ করে। এছাড়া চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালক পুরস্কার ক্রিস্টাল সিমোর্ঘ লাভ করেছেন আবিয়ার।
চ্যানেল ১ এ আরও সম্প্রচারিত হবে বাহরাম তাভাক্কোলির ‘গোলামরেজা তাখতি’। ছবিটি ইরানি অলিম্পিক স্বর্ণ-বিজয়ী কুস্তিগীর গোলামরেজা তাখতির জীবনী নিয়ে তৈরি করা হয়েছে।
চ্যানেল ৩ এ প্রচারিত হবে নিমা জাভিদির ‘দ্যা ওয়ারডেন’। চলচ্চিত্রটি জানুয়ারিতে অনুষ্ঠিত ১৩তম সিলেব্রেশন অব ইরানিয়ান সিনেমা ক্রিটিকস অ্যান্ড স্ক্রিনরাইটারস উৎসবে সেরা ছবির পুরস্কার লাভ করে।
অন্যদিকে চ্যানেল ২ তে প্রচারিত হবে সাইয়েদ জাভাদ হাশেমির ‘দ্যা হোইট ফোরহেড ৩’। সূত্র: তেহরান টাইমস।