সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ধানের বর্জ্য থেকে সার উৎপাদন করবে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০১৭ 

news-image

ধানের বর্জ্য পুড়িয়ে ফেলার মাধ্যমে ধ্বংস পরিবেশগতভাবে ক্ষতি ডেকে আনে। তাই ধানের তুষ ও খড় থেকে সমৃদ্ধ জৈব সার উৎপাদনের লক্ষ্যে বর্তমানে কাজ করে যাচ্ছে ইরানের কৃষি জৈবপ্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট (এবিআরআইআই)। এই পদ্ধতিতে একদিকে যেমন দূষণের হাত থেকে পরিবেশ রক্ষা পাবে। আরেকদিকে জৈব সারের চাহিদাও পূরণ হবে।

সংবাদ সংস্থা ইসনার খবরে বলা হয়, প্রতি বছর ইরানে ৫০ লাখ টন ধানের তুষ ও খড় উৎপাদিত হয়। যার অধিকাংশই পুড়িয়ে নিঃশেষ করা হয়। কৃষি বর্জ্য ধ্বংসকরণে এই ধরনের অনুশীলন ইরানে অন্যতম বড় পরিবেশগত সমস্যা তৈরি করেছে।

প্রতিষ্ঠানটি ২০০৭ সাল থেকে কৃষি ও নগর বর্জ্য থেকে কীভাবে দ্রুততম সময়ে সমৃদ্ধ জৈব সার উৎপাদন করা যায় সে লক্ষ্যে একটি বিস্তর পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

এবিআরআইআই এর বিশেষজ্ঞ গোলামরেজা সালেহি জোজানির ভাষ্যমতে, ইতোমধ্যে নগর বর্জ্য থেকে সমৃদ্ধ জৈব সার উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে এবং এ প্রযুক্তি ইরানের ইসফাহান পৌরসভায় স্থানান্তর করা হয়েছে।

তিনি জানান, এসব সার জাতীয় ও আন্তর্জাতিক মান পূরণ করেছে এবং এটা মানবদেহ ও গাছপালায় সংক্রমণ এবং যেকোনো অপ্রীতিকর দুর্গন্ধ থেকে মুক্ত।

ইরানি এই প্রতিষ্ঠানটি আখের বর্জ্য থেকেও সমৃদ্ধ জৈব সার উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।