দ. কোরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি ছবি
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২১

ইরানি নির্মাতা মোহাম্মাদ সালেহিনেজাদের চলচ্চিত্র ‘দি কোকুন এন্ড বাটারফ্লাই’ দক্ষিণ কোরিয়ায় ১৬তম বুসান ইন্টারন্যাশনাল কিডস এন্ড ইয়থ ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে। ৮ বছরের একটি মেয়ে যার নাম পারভানেহ এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় শারীরিক প্রতিবন্ধী হবার কারণে। এরপর ৯ বছরের আরেক বালক ইয়াভার তার পড়াশুনার দায়িত্ব নেন। ৫ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ায় এ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে এবং তা চলবে ১২ জুলাই ৮ দিন পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বুসান চলচ্চিত্র উৎসব দেশটির একমাত্র শিশু ও তরুণদের চলচ্চিত্র উৎসব। ১৮ বছরের কম বয়সি চলচ্চিত্রকাররা এ উৎসবে তাদের তৈরি চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতায় যোগ দিয়েছে। মেহর