বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্যে বিশ্বে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২০ 

news-image

ইরান ২০১৯ সালে দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্যের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থান লাভ করেছে। আগের বছরের তুলনায় দেশটির পর্যটন গন্তব্যের প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

সোমবার ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্যে শীর্ষে রয়েছে মায়ানমার। দেশটির পর্যটক প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ২ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে পুয়েরতো রিকো (৩১ দশমিক ২ শতাংশ) ও তৃতীয় অবস্থানে রয়েছে ইরান (২৭ দশমিক ৯ শতাংশ)।

প্রতিবেদন মতে, ২০১৯ সালে দেড়শ কোটি মানুষ বিশ্বব্যাপী ভ্রমণ করে। ২০১৮ সালের তুলনায় পর্যটকদের এই সংখ্যা চার শতাংশ বেশি।

গত বছর ইউএনডব্লিউটিও প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্যের দিক দিয়ে মিশর, নেপাল, জরজিয়া ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে বিশ্বে ইরান দ্বিতীয় অবস্থান লাভ করে। আগের বছরের তুলনায় এবছর প্রবৃদ্ধি হয় ৪৯ দশমিক ৯ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।