দ্বিতীয়বার অনলাইনে তেহরান আন্তর্জাতিক বইমেলা শুরু
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০২২

তেহরান আন্তর্জাতিক বইমেলা দ্বিতীয়বারের মতো ভার্চুয়ালি শুরু হয়েছে। শনিবার বইমেলার উদ্বোধন করা হয়েছে, চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।https://book.icfi.ir-এ পাওয়া যাবে। হ্যাশট্যাগগুলোর মধ্যে একটি হলো #in-ketab-ra-bekhan (এই বইটি পড়ুন)। প্রকাশকরা এসব হ্যাশট্যাগ ব্যবহার করে পাঠকদের কাছে সর্বশেষ বই তুলে ধরছেন। সূত্র: তেহরান টাইমস।
করোনা মহামারির কারণে ২০২০ সালে তেহরান আন্তর্জাতিক বইমেলা বাতিল করা হয়। পরের বছর ২০২১ সালে অনলাইনে মেলার আয়োজন করা হয়। বইমেলার পরিচালক আলী রামাজানি জানান, এবারের ভার্চুয়াল বইমেলায় ২১শ টিরও বেশি ইরানি এবং বিদেশি প্রকাশক ২ লাখের অধিক শিরোনামের বই প্রদর্শন করছে। ইরান বুক অ্যান্ড লিটারেচার হাউজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। আয়োজকরা এবারের বইমেলার প্রচারের জন্য তিনটি হ্যাশট্যাগ চালু করেছে, যা