শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দ্বিতীয় প্রান্তিকে ইরানের জিডিপি প্রবৃদ্ধি ৭.১ শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২৩ 

news-image
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের (এসসিআই) তথ্যমতে, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (২২ জুন থেকে ২২ সেপ্টেম্বর) তেলসহ ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।
এসসিআই-এর তথ্যমতে, তেল ছাড়া ইরানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২ শতাংশ। খবর তাসনিম নিউজ এজেন্সির
এসসিআই তথ্য নির্দেশ করে, চলতি ইরানি বছরের গ্রীষ্মে ১৪০১ সালের গ্রীষ্মের তুলনায় কৃষি খাতে ৩ দশমিক ২ শতাংশ, শিল্প ও খনির খাতে ৮ দশমিক ৭ শতাংশ এবং পরিষেবা খাতে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এরআগে ইরানের সেন্ট্রাল ব্যাংক (সিবিআই) ঘোষণা করে, গত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম ত্রৈমাসিকে (২১ মার্চ থেকে ২১ জুন) তেল সহ ইরানের জিডিপি বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। তেল বাদ দিলে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় সাড়ে তিন শতাংশ। সূত্র: তেহরান টাইমস