দেশে তৈরি প্রথম ড্রোন ক্যারিয়ার উন্মোচন ইরানের
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৫
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2025/02/5365406.jpg)
ইরানের তৈরি প্রথম ড্রোন ক্যারিয়ার ‘শহিদ বাঘেরি’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ড্রোন ক্যারিয়ারের মোড়ক উম্মোচন করা হয়। ইরান শহিদ বাঘেরি যুদ্ধজাহাজ চালু করেছে। এটি একটি অত্যাধুনিক নৌযান যা একাধিক ড্রোন স্কোয়াড্রন মোতায়েন, মনুষ্যবিহীন যুদ্ধ বিমান উৎক্ষেপণ ও উদ্ধার করতে এবং বিভিন্ন ধরনের অনুসন্ধান ও স্ট্রাইক ড্রোন পরিচালনা করতে সক্ষম।
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)