শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দেশের সেবায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০১৯ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি ও এদেশকে বিদেশিদের ওপর নির্ভরশীলতা থেকে দূরে সরাতে প্রচেষ্টা চালানোর জন্য সারাবিশ্বে অবস্থানরত ইরানি বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি এ কাজে অংশগ্রহণ করাকে ‘জিহাদে ফি সাবিলিল্লাহ’ বা ‘আল্লাহর রাস্তায় জিহাদ’ বলে অভিহিত করেছেন।

ইউরোপীয় শিক্ষার্থীদের ইসলামি সংগঠনগুলোর ইউনিয়নের ৫৩তম সম্মেলনে পাঠানো এক বাণীতে আয়াতুল্লাহিল উজমা খামেনীয় এ আহ্বান জানিয়েছেন। শনিবার হামবুর্গে সর্বোচ্চ নেতার এ বাণী পড়ে শোনান হুজ্জাতুল ইসলাম জাওয়াদ এজেই। বাণীতে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার স্থানটি পূরণ করতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সবার যে বিষয়টি জানা উচিত তা হচ্ছে কিছুদিন আগেও যারা শিক্ষার্থী ছিল তাদের একটা বিশাল অংশ আজ ইসলামি প্রজাতন্ত্র ইরানে কিছু মহান কাজের সঙ্গে জড়িত রয়েছে। তারা তাদের সমস্ত অস্তিত্ব দিয়ে মাতৃভূমির উন্নতি ও অগ্রগতিতে অংশ নেয়ার আনন্দ উপভোগ করছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তাঁর বাণীতে আরো বলেন, বর্তমানে বিশ্বের যেকোনো প্রান্তে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই মহানন্দে শামিল হওয়ার অবারিত সুযোগ রয়েছে। এরইমধ্যে ইরানের সেবায় নিয়োজিত মুমিন সেবকদের সঙ্গে শামিল হয়ে তারা বিদেশিদের ওপর নির্ভরশীলতা থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সম্পূর্ণ মুক্ত করতে পারেন। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কেউ এই মহান কাজে অংশগ্রহণ করবে তখন তা নিঃসন্দেহে ‘জিহাদে ফি সাবিলিল্লাহ’ হিসেবে গণ্য হবে।পার্সটুডে ।