দেশের মাটিতেও ‘সেলসম্যানের’ জয়জয়কার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৭
দেশের মাটিতেও জয়জয়কার অবস্থা ওস্কার বিজয়ী ইরানি চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এর। আসগার ফারহাদি পরিচালিত চলচ্চিত্রটি ইরানের জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে একাধিক বিভাগে সেরা ছবির অ্যাওয়ার্ড জয় করেছে। গত মঙ্গলবার রাতে ১৯ তম ইরান চলচ্চিত্র অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে ছবিটি।
সেরা চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্য (স্ক্রিনপ্লে) সহ এ সাতটি অ্যাওয়ার্ড জিতেছে ‘দ্য সেলসম্যান’। এছাড়াও ছবিটির অভিনেতা বাবাক কারিমি ও ফারহাদির অনুপস্থিতিতে তার সহযোগী মরিয়ম নারাকি তাদের ভূমিকার জন্য পুরস্কার গ্রহণ করেন।
ফারহাদি বর্তমানে তার নতুন ছবি ‘এভরিবডি নোজ’ এর চিত্রায়নের কাজে স্পেনে রয়েছেন। তেহরানের পায়াম ক্লাবের ওই অনুষ্ঠানে ভিডিও পর্দায় হাজির হয়ে ইরানি সিনেমা হাউজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সেলসম্যানে অভিনয়ের জন্য চলচ্চিত্র তারকা শাহাব হোসেইনি সেরা অভিনেতা ও ফরিদ সাজ্জাদ সেরা সহায়ক অভিনেতার অ্যাওয়ার্ড জিতেছেন। ছবিটিতে অবদানের জন্য চলচ্চিত্র এডিটর হায়েদেহ সাফিইয়ারি ও ডিজাইনার কিভ্যানও পুরস্কার পেয়েছেন।
অপরদিকে, হামিদ নেমাতোল্লাহর ‘সাবডিউয়েড’ অনুষ্ঠানে পাঁচটি পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।