শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দেশীয় শিল্পের বিকাশে ইরানের ৭ বিলিয়ন ডলার সাশ্রয়

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২০ 

news-image

দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে বিগত ৫ বছরে সাত বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে ইরানের। এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে খাতাম-আল আম্বিয়া কনস্ট্রাকশন সদরদপ্তরের হাত ধরে। তেল ও গ্যাস সহ বেশ কিছু শিল্পে দেশীয়ভাবে সরঞ্জাম উৎপাদনের মধ্য দিয়ে ওই সাত বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।

শনিবার ইরানের প্রযুক্তিগত এবং প্রকৌশল ক্ষমতার প্রদর্শনী আয়োজন উপলক্ষে খাতাম-আল আম্বিয়া কনস্ট্রাকশন সদরদপ্তরের কমান্ডার সাইয়িদ মোহাম্মাদ এই তথ্য জানান। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অবরোধ সত্বেও সক্ষম দেশীয় কোম্পানিগুলো বিশেষত তেল ও গ্যাস খাতে বিদেশি কোম্পানির ওপর নির্ভরতা কমাতে সক্ষম হয়েছে।

তেল ও গ্যাসে খাতে খাতাম-আল আম্বিয়া কনস্ট্রাকশন সদরদপ্তরের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, অবরোধকালীন বেসরকারি খাতের সহযোগিতায় সদরদপ্তর ইস্পাত ও কপার সহ বড় বড় শিল্পের ৭০ শতাংশের অধিক সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি করতে সফল হয়েছে।

প্রদর্শনীর ফাঁকে খাতাম-আল আম্বিয়া কনস্ট্রাকশন সদরদপ্তর ও ইসফাহান স্টিল কোম্পানির (ইএসসি) মধ্যে জাতীয় রেল উৎপাদনের ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।