শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দেশীয় তৈরি প্রথম ডিজেল মেরিন ইঞ্জিন উন্মোচন ইরানের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২১ 

news-image

দেশীয়ভাবে তৈরি প্রথম সামুদ্রিক ডিজেল ইঞ্জিনের উন্মোচন করলো ইরান। একই দিনে দুটি ওভারহলড ডেস্ট্রয়ার দেশটির সেনা নৌবাহিনীতে যুক্ত হয়েছে। মঙ্গলবার ডিজেল মেরিন ইঞ্জিনের উন্মোচন করা হয়।ইরানের সেনা-নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এবং দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সোরেনা সাত্তারির উপস্থিতিতে মঙ্গলবার এক অনুষ্ঠানে ইরানের দক্ষিণে বুশেহরে ইরানের তৈরি প্রথম বড় ডিজেল মেরিন ইঞ্জিন “মাকরান” ও বৃহত্তম সামুদ্রিক শিল্প উদ্ভাবন কারখানা এবং আরো কিছু নৌ কৃতিত্ব উন্মোচন ও উদ্বোধন করা হয়।৩৬০০ এইচপি শক্তি সহ ইরানি  এই নৌ ডিজেল ইঞ্জিন সামরিক জাহাজের গতি ৩০ নটস মাইল পর্যন্ত বাড়াতে সক্ষম। পূর্বে এই জাহাজের গতি ছিল ১৫ নটস। সূত্র: মেহর নিউজ এজন্সি।