শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দেশীয় করোনা ভ্যাকসিন পরীক্ষায় প্রস্তুত ২৭ হাজার ইরানি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২০ 

news-image

ইরানের দেশীয়ভাবে তৈরি করোনা ভাইরাসের টিকা পরীক্ষার জন্য এ পর্যন্ত দেশটির ২৭ হাজার ৭৯ জন মানুষ নিজেদের প্রস্তুত থাকার কথা জানিয়েছে। ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের তথ্য কেন্দ্রের প্রধান হোজ্জাত নিকি মালেকি এই তথ্য জানান।

শুক্রবার এক ট্যুইটে তিনি বলেন, করোনা ভাইরাস ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষায় নিজেদের অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ৪৪ হাজার ৯৪১ জন মানুষ  আমাদের সাথে যোগাযোগ করেছে। এর মধ্যে ২৭ হাজার ৭৯ জন নিজেদের প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

মালেকি বলেন, এসব মানুষ হচ্ছে সামরিক বাহিনীর সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, কম্পোজার, সাংবাদিক, শ্রমিক ও চালক। এতে বিজ্ঞানীরা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছেন বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।