দেশীয়ভাবে গবাদি পশুর ওষুধ উৎপাদনে ইরানি ফার্মের সাফল্য
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৪, ২০১৯

গবাদি পশুর একটি গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদন করতে সক্ষম হয়েছে ইরানের একটি মেডিকেল ফার্ম। সদ্য উৎপাদিত এই ওষুধটি আগে দেশটিতে আমদানি করা হতো। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরভিত্তিক একটি মেডিকেল প্রতিষ্ঠানের হাত ধরে এই সফলতা এসেছে।
ওষুধটির নাম ‘হায়োসিন ২০এমজি’। সোমবার ওষুধটির দেশীয় সংস্করণ উন্মোচন করেছে কোম্পানিটি। ইরানে গবাদির পশুর চিকিৎসায় দেশীয়ভাবে গুরুত্বপূর্ণ ওষুধসমূহ উৎপাদনের ক্ষেত্রে এটাকে বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
হায়োসাইন বুটাইলব্রোমাইড হচ্ছে একটি অ্যান্টিস্পাসমডিক ওষুধ। এটি পাকস্থলী, অন্ত্রে বা মূত্রাশয়ের খিঁচুনি রোগের নিরাময়ে কাজ করে। এছাড়া ওষুধটি ফোলাভাব ও খিঁচুনি-সৃষ্ট ব্যাথা নিরাময়েও সাহায্য করে।
আশা করা হচ্ছে হায়োসিন বাজারে ছাড়া হলে ইরান এই ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করবে। ফলে এটি আর আমদানি করার প্রয়োজন হবে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি।