মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দেশীয়ভাবে উৎপাদিত প্রথম গ্যাস টারবাইন চালু করলো ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২০ 

news-image

আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার মধ্যেই দেশের গ্যাস সঞ্চালন নেটওয়ার্কে প্রথম দেশীয়ভাবে উৎপাদিত টারবাইন চালু করলো ইসলামি প্রজাতন্ত্র ইরান। মঙ্গলবার ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির (এনআইজিসি) রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাফেয়ার্সের পরিচালক মোহসেন মাজলুম এই তথ্য জানান।

১৬তম কিশ আন্তর্জাতিক জ্বালানি প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি বলেন, ইরান প্রথম জাতীয় গ্যাস টারবাইনের কারিগরি জ্ঞান অর্জন করেছে। ২৫-মেগাওয়াট টারবাইনের উৎপাদনের দায়িত্ব পালন করেন দেশীয় বিশেষজ্ঞ প্রকৌশলীরা।

মোহসেন মাজলুম আরও জানান, ইরান ২৫ মেগাওয়াটের টারবাইনের নকশা ও উৎপাদনের কারিগরি কৌশল ও জ্ঞান লাভ করেছে। এটি স্থাপনের কার্যভার দেওয়া হয়েছে দেশীয় বিশেষজ্ঞ প্রকৌশলীদের।

তিনি জানান, এনআইজিসির সহায়তা ও অয়েল টারবো কমপ্রেসর বনস্ট্রাকশন কোম্পানির যৌথ সহযোগিতায় টারবাইনটি উৎপাদন করা হয়েছে। গ্যাস শিল্পে নির্দিষ্ট শর্তে নতুন নতুন টারবাইনের নকশা ও উৎপাদনের কাজ চলমান রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।