সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দেশীয় প্রযুক্তিতে ৯১৫টি ন্যানোপণ্য উৎপাদন ইরানের

পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২২ 

news-image

দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে ১৫টিরও বেশি শিল্প ক্ষেত্রে ৯১৫টি ন্যানোপণ্য উৎপাদন এবং বাজারজাত করছে ইরান। দেশটির ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিল এই তথ্য জানিয়েছে।সাম্প্রতিক বছরগুলোতে ইরানে ভাল প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জনকারী শিল্পগুলোর অন্যতম হচ্ছে ন্যানো প্রযুক্তি শিল্প। এই ক্ষেত্রে বৈজ্ঞানিক উন্নয়ন প্রমাণ করে সংশ্লিষ্ট ক্ষেত্রে ইরান বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে।বুধবার বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, জ্ঞান-ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এবং বিজ্ঞান ও প্রযুক্তির ভাইস প্রেসিডেন্সির ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের প্রচেষ্টার ফলে এই অর্জন সম্ভব হয়েছে।  চলতি ইরানি বছরে (যা ২০ মার্চ শেষ হয়েছে) মোট ১১৫ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ইরানি ন্যানোপণ্য বিক্রি হয়েছে। সূত্র: তেহরান টাইমস।