দেশব্যাপী ১ বিলিয়ন গাছ লাগানোর প্রকল্প শুরু ইরানে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০২৩

মরুকরণের বিরুদ্ধে লড়াই এবং বন পুনরুদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী এক বিলিয়ন গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে একটি জাতীয় পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে ইরান। গতকাল ২ ডিসেম্বর থেকে পরিকল্পনাটি নিয়ে কাজ শুরু হয়েছে।
আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনাটি চার বছরের মধ্যে সম্পন্ন হতে চলেছে। পরিকল্পনার প্রথম বছরে প্রায় ২৫০ মিলিয়ন চারা রোপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ফরেস্ট, রেঞ্জল্যান্ডস এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের (এফআরডাব্লিউএমও) অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলির মধ্যে খরা-প্রতিরোধী উদ্ভিদ চাষ করে চারণভূমির ধ্বংস রোধ করা অন্যতম।
এফআরডাব্লিউএমও প্রধান আব্বাস-আলি নোবাখত বলেন, এই পরিকল্পনার বাস্তবায়ন তিনটি ভাগে বিভক্ত। সরকারি সংস্থা, শিল্প এবং পাবলিক প্রতিষ্ঠান প্রত্যেকে পরিকল্পনার একটি অংশ বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে। সূত্র: তেহরান টাইমস