শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুমাস মানুষের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালাবে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২০ 

news-image

ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের চ্যান্সেলর জলিল কুহপায়েহ-জাদেহ বলেছেন, করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক ল্যাবরেটরি পর্বের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী দুমাসের মধ্যে ভ্যাকসিনটির মানুষের ওপর পরীক্ষা চালানো হবে এবং শরীরে পুষ করা হবে।

আন্তর্জাতিকভাবে করোনাভাইরাস ভ্যাকসিনের ওপর প্রচুর গবেষণা হচ্ছে উল্লেখ করে চ্যান্সেলর বলেন, ইরানে করোনাভাইরাস ভ্যাকসিনের উৎপাদন নিয়ে গবেষণায় দশের অধিক টিম কাজ করছে।

ইরান আশাবাদী যে, তারা করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হবে। শরৎ কিংবা শীতকালের শুরুর দিকে আন্তর্জাতিক ভাবে এই ভ্যাকসিনের ব্যবহার শুরু হতে পারে ধারণা করছে দেশটি।

কুহপায়েহ-জাদেহ জানান, ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের দুটি গবেষক দল ভ্যাকসিন তৈরিতে কাজ করছে। তারা ইতোমধ্যে ভ্যাকসিনটির পরীক্ষাগার পর্বের কাজ সম্পন্ন করেছেন। আগামী দুমাসের মধ্যে মানুষের ওপর টিকাটির পরীক্ষা চালানো হবে এবং শরীরে পুষ করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।