বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুমাসে ইরানের বৈদেশিক বাণিজ্য ৯ বিলিয়ন ডলার ছাড়ালো

পোস্ট হয়েছে: জুন ২, ২০২০ 

news-image
চলতি ফারসি বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) ইরানের ৯ দশমিক ৩৪১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) পরিসংখ্যান মতে, চলতি বছরের প্রথম দুমাসে ইরান ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি করে এবং এই সময়ে দেশটি আমদানি করে ৫ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পণ্যসামগ্রী।
 
আইআরআইসিএ জানায়, উল্লিখিত দুমাসে মোট ২১ মিলিয়ন টন পণ্য বিনিময় হয়েছে। এর মধ্যে দেশটি থেকে রপ্তানি হয়েছে ১৪ দশমিক ৫ মিলিয়ন টন এবং আমদানি হয়েছে ৬ দশমিক ৫ মিলিয়ন টন পণ্য।
 
ইরান বিগত দুইমাসে চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও তুরস্কে তেলবহির্ভূত এসব পণ্যসামগ্রী রপ্তানি করেছে। দেশটি কেবল চীনেই ১ দশমিক ১৯০ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত পণ্য সামগ্রী রপ্তানি করেছে। যা মোট তেলবহির্ভূত রপ্তানির ২৭ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।