দুবাই চিত্রশিল্প প্রতিযোগিতায় পুরস্কার জিতল ইরানের নাসের পালাঙ্গি
পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০১৬
ইন্টারন্যাশনাল এমার্জিং আর্টিস্ট অ্যাওয়ার্ড পেলেন ইরানের চিত্রশিল্পী নাসের পালাঙ্গি। দুবাইয়ে চতুর্থবারের মত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৬ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিশ্বের ৮০ টি দেশের ৩৫০ জন চিত্রশিল্পী এতে অংশ নেন। এরমধ্যে ইরানের চিত্রশিল্লী নাসের পালাঙ্গির তেল রং ‘ট্রমা ও বিউটি’ নামের চিত্রকর্মটি প্রথম হয়। আগামী ৬ এপ্রিল নাসেরের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
যে সাতটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে,পেইন্টিং অ্যান্ড মিক্সড মিডিয়া, ইলাস্ট্রেশন এন্ড ড্রইং, ভাস্কর্য, ইনডোর ইনস্টলেশন এবং ট্রাডিশনাল ও ডিজিটাল ইনস্টলেশন, ফটোগ্রাফি, ভিডিও আর্ট এবং নিউ মিডিয়া এবং ওয়েরেবল আর্ট।
নাসেরের পাশাপাশি আরো যারা এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তারা হলেন, আমিরাতের আমিরা আলআওয়াধি, ইমান আলহাশেমি, চীনের তিয়ান মাঙ্গাজি, তুরস্কের ওজলেম হাবিবি ও ব্রিটেনের সুলায়মান মাজালি।সূত্র: ইরান ডেইলি, তেহরান টাইমস