বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুবাই এক্সপোর দর্শনার্থী টানতে প্রস্তুত ইরানের নয়নাভিরাম দ্বীপ

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০২১ 

news-image

সাধারণ দর্শনার্থী ও দুবাই এক্সপো ২০২০ এর অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত ইরানের নয়নাভিরাম কিশ ও কেশম দ্বীপ। দুবাই এক্সপো ১ অক্টোবর শুরু হয়ে চলবে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত। ইরানের উপপর্যটন মন্ত্রী ভালি তেইমুরি রোববার এই তথ্য জানিয়েছেন।

দুবাই থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ও দ্বীপগুলোর দূরত্ব খুবই কম। ফলে এক্সপোতে আসা দর্শনার্থী ও বিদেশি পর্যটকরা খুব সহজেই ইরানের এসব দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন। ছয় মাসের ইভেন্ট চলাকালীন ঘুরে আসতে পারবেন দেশটির ফ্রি জোনগুলো। খবর ইলনার।

এই কর্মকর্তা জানান, বর্তমানে সীমান্ত বন্ধ থাকার কারণে পর্যটন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিসা চালু করার বিষয়টি বিবেচনায় আনার প্রস্তাব দিয়েছে। যাতে করে বেসরকারি খাত ও পর্যটন কর্মীরা সহায়তা ও সুবিধা ভোগ করতে পারেন।

ভালি তেইমুরি জানান, আশা করা হচ্ছে দুবাই এক্সপোতে ১৯২টির অধিক দেশের অংশগ্রহণকারীরা অংশ নেবে এবং আড়াই কোটি দর্শনার্থীর সমাগম ঘটবে। ইভেন্টটি ইরানি পর্যটনকে তুলে ধরার জন্য একটি বিশাল সুযোগ বলে মন্তব্য করেন তিনি। সূত্র: তেহরান টাইমস।