শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুবাইয়ে প্রযুক্তি প্রদর্শনীতে ইরানের উদ্ভাবনী পণ্যের সমাহার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২০ 

news-image

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য প্রযুক্তি প্রদর্শনী জিটেক্সে অংশ নেবে বেশ কিছু সংখ্যক ইরানি বিজ্ঞানভিত্তিক ফার্ম ও স্টার্ট-আপ। ৬ থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক এই মেলার ৪০তম পর্বে অংশ নিয়ে বৈশ্বিক বাজারে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি পণ্যগুলোকে পরিচয় করিয়ে দেবে ইরানি কোম্পানিগুলো।

পশ্চিম এশিয়ার ইলেকট্রনিক্স, কম্পিউটার ও ই-কর্মাস এর আন্তর্জাতিক এই মেলাকে জিটেক্স বলা হয়। প্রদর্শনীয়র ফিউচার স্টার্স বিভাগে ইরানি এসব বিজ্ঞানভিত্তিক ফার্ম ও স্টার্ট-আপ অংশ নেবে।

প্রদর্শনীতে অংশ নিয়ে তারা তাদের সৃজনশীল পণ্য উপস্থাপন করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনোযোগ আকৃষ্ট করবেন। অন্যদিকে ইভেন্টে অংশ নেয়া অন্যান্য স্টার্ট-আপগুলোর সাথে সহযোগিতা গড়ে তোলার সুযোগ পাবে এসব ফার্ম। সূত্র: মেহর নিউজ এজেন্সি।