শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুই মার্কিন উৎসবে লড়বে ‘জালাভা’

পোস্ট হয়েছে: মে ১১, ২০২২ 

news-image

যুক্তরাষ্ট্রের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে প্রশংসিত ইরানি চলচ্চিত্র ‘জালাভা’। কুসংস্কার নিয়ে ছবিটি নির্মাণ করেন নির্মাতা আরসালান আমিরি।‘জালাভা’ মিনিয়াপলিস-সেন্ট পল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।অন্যদিকে, আমেরিকার ওভারলুক ফিল্ম ফেস্টিভালে আমিরির চলচ্চিত্রটি দেখানো হবে। ইভেন্টটি ২ থেকে জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানি ড্রামাটি ১৯৭৮ সালের একটি ঘটনা নিয়ে নির্মিত। ‘জালাভা’ মূলত ইরানের একটি ছোট্ট গ্রামের নাম। গ্রামটির বাসিন্দাদের দাবি, তাদের মধ্যে একটি দৈত্য রয়েছে। এই বিষয়টি তদন্ত করেন এক তরুণ সার্জেন্ট। ওই দৈত্যকে গ্রাম থেকে বের করতে তিনি এক ভূতের রাজার সঙ্গে পথ অতিক্রম করেন। এনিয়েই এগিয়ে গিয়েছে ড্রামাটির কাহিনি। সূত্র: মেহর নিউজ।