দুই বিদেশী কোচ যোগ দিলেন ইরান ভলিবল দলে
পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০২২
ইরান জাতীয় ভলিবল দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে দুই বিদেশী কোচ টোমাসো টোটোলো এবং জানুস ইগনাকজাককে।
৫৬ বছর বয়সী ইতালীয় কোচ টোটোলো দ্বিতীয় মেয়াদে ইরানের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। তিনি টোকিওতে ২০২০ অলিম্পিক গেমসে ভ্লাদিমির আলেকনোর সহকারী ছিলেন। ইগনাকজাক একজন ৬৭ বছর বয়সী পোলিশ কোচ। যিনি ইতোমধ্যে পোলিশ ক্লাবে কাজ করেছেন। বিদেশী এই দুই কোচ ২০২২ এফআইভিবি ভলিবল মেনস নেশনস লিগে (ভিএনএল) ইরানের প্রধান কোচ বেহরুজ আতাইকে সহায়তা করবেন। ব্রাজিলে অনুষ্ঠিতব্য উইক-১ এ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও জাপানের সাথে খেলার কথা রয়েছে ইরানের। সূত্র: তেহরান টাইমস।