সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুই দিনে মাজানদারান ভ্রমণে ১৮ লাখ দর্শনার্থী

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২৩ 

news-image
চলতি মাসের  প্রথম দুই দিনে ১৮ লাখেরও বেশি ভ্রমণকারী ইরানের মাজানদারান প্রদেশ ভ্রমণ করেছেন। স্থানীয় একজন পর্যটন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইরান সরকার তীব্র তাপপ্রবাহের কারণে দুই দিনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করলে মঙ্গলবার এই ভ্রমণ প্রবাহ শুরু হয়। এসময় দেশব্যাপী তাপমাত্রা রেকর্ড মাত্রা ছাড়িয়ে যায়।
প্রকৃতিপ্রেমীদের কাছে মাজানদারান একটি নিখুঁত চিত্রের গন্তব্য। ওই দুই দিনে প্রায় ৫০ লাখ দর্শনার্থী প্রদেশের পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। এদের মধ্যে ১৮ লাখ ভ্রমণকারীরা উত্তরাঞ্চলীয় প্রদেশটিতে রাত্রিযাপন করেছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা ইসনা এই প্রতিবেদন প্রকাশ করেছে।
কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল এবং আলবোর্জ পর্বতমালার মধ্যে দৃষ্টিনন্দন মাজানদারান সমভূমি অবস্থিত। ক্যাস্পিয়ান সাগরের বালুকাময় সৈকত থেকে রুক্ষ এবং তুষারাবৃত আলবোর্জ পর্বত পর্যন্ত সমতলভূমি, প্রেরি, বন এবং রেইনফরেস্ট ছড়িয়ে রয়েছে।
স্থানীয় সুস্বাদু খাবারের দিক দিয়েও মাজানদারান অঞ্চলটি খাদ্যপ্রেমীদের কাছে একটি স্বর্গ। অঞ্চলটি তাজা এবং জৈব উপাদান দিয়ে তৈরি বৈচিত্র্যময় খাবারের জন্য সুপরিচিত। এখানকার জনপ্রিয় খাবারগুলির মধ্যে টক কমলার রস দিয়ে রান্না করা সাদা ভাত, মাছ এবং ভেষজের সুস্বাদু মিশ্রণ অন্যতম। স্বতন্ত্র খাবারের মধ্যে আরও রয়েছে আগুজ মোসামা (আখরোটের থালা), তাহ চিন, তোরশ তোরশু, দো পাটি, এসপেনাসাক, কুমড়ার স্যুপ, এসফেনাজ মারজি, কাহি আনার (কুমড়া থেকে তৈরি একটি খাবার), নাজ খাতুন, কালিয়া, খোরেস্ত-ই আলু এবং আগুজনুন। সূত্র: তেহরান টাইমস।