শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুই আন্তর্জাতিক মহাকাশ প্রকল্পে যোগ দিচ্ছে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৭ 

news-image

আন্তর্জাতিক দুটি মহাকাশ প্রকল্পে যোগ দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। এ দুই প্রকল্প হলো- অপটিক্যাল স্পেস অবজার্ভেশন ও ডাটা শেয়ারিং সার্ভিস প্লাটফর্ম। ইরানের আইসিটি মন্ত্রী আজারি জাহরোমি এই ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, ইরান এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশন (এপিএসসিও) এর সঙ্গে মহাকাশ প্রকল্পে কাজ করতে প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ইরান এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে এবং  একইভাবে তার দেশের কাজ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তথ্য আদান-প্রদান ও বিভিন্ন দেশের নানা গ্রুপকে প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রে এপিএসসিও এর প্রচেষ্টা অত্যন্ত মূল্যবান। সদস্য দেশগুলোর বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে এপিএসসিও’র প্রভাবশালী ভূমিকা রয়েছে।

ইরানের আইসিটি মন্ত্রী জোর দিয়েই বলেন, ইরান এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড বেস্ড স্যাটেলাইট অবজার্ভেশন সিস্টেম প্রকল্পে যুক্ত হয়ে তাদের মহাকাশ নিরাপত্তা বৃদ্ধি ও স্যাটেলাইট এবং মহাকাশ প্রতিষ্ঠান মনিটরিংয়ে প্রস্তুত রয়েছে।- মেহের নিউজ।