বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের দুই ছবি

পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৮ 

news-image

স্পেন ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ইরানি ফিচার ছবি ‘ড্রেসেজ’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা পৌইয়া বাদকৌবেহ। আগামী জুন মাসে এই দুই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

এদিকে, ইরানি অ্যানিমেশন ছবি ‘নোবোডি’ প্রতিদ্বন্দ্বিতা করবে বোসনিয়া ও স্পেনের দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা এলহাম তোরোগি।

বাদকৌবেহর ‘ড্রেসেজ’ স্পেনে অনুষ্ঠিতব্য গ্রানাডা ফিল্ম ফেস্টিভাল সিনেস ডেল সুরে অংশ নেবে। এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ৬৫তম সিডনি ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ছবিটি।

স্পেনিশ এই চলচ্চিত্র উৎসব ৩ জুন দক্ষিণাঞ্চলীয় গ্রানাডা শহরে শুরু হয়ে চলবে ১০ জুন পর্যন্ত। অন্যদিকে, ২০১৮ সিডনি চলচ্চিত্র উৎসব অস্ট্রেলিয়ায় ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৭ জুন।

অপরদিকে, ‘নোবোডি’ বোসনিয়ায় অনুষ্ঠিত ১৩তম নেয়াম অ্যানিমেটেড ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে। ৩০ জুন উৎসবে শুরু হয়ে শেষ হবে ৭ জুলাই। এছাড়া ইরানি এই শর্ট ফিল্মটি স্পেনের ১১তম বিইউইইউ ইন্টারনাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে। ৭ সেপ্টেম্বর চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে, শেষ হবে ১৫ সেপ্টেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।