রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুই আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় লড়বে ‘উয়েভার্স অব ইমাজিনেশন’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০১৭ 

news-image

মোহাম্মাদ-সাদেক জাফরি পরিচালিত ইরানি ডকুমেন্টারি ‘উয়েভার্স অব ইমাজিনেশন’ মরোক্কো ও রোমানিয়ায় অনুষ্ঠিত দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। মঙ্গলবার ইরানের ডকুমেন্টারি ও ইক্সপেরিমেন্টাল ফিল্ম সেন্টার (ডিইএফসি) এই তথ্য জানিয়েছে।

চলচ্চিত্রদ্বয় প্রথমে আওয়ারজাজেত ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। ছয় দিন ব্যাপী এ চলচ্চিত্র উৎসব মরোক্কোতে ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়াও  ‘উয়েভার্স অব ইমাজিনেশন’ ৫ম জিলাতনা আন্তর্জাতিক ইথনোগ্রাফিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাছাই করা হয়েছে। তিন দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব রোমানিয়ায় ২২ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

‘উয়েভার্স অব ইমাজিনেশন’ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে ডিইএফসি। এতে কয়েকজন তাঁতির কাহিনি তুলে ধরা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।