দুই আন্তর্জাতিক উৎসবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘সাইচিকেন’
পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/11/4718148.jpg)
ইতালির উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে আতা মোজাবি পরিচালিত ইরানি-ইতালীয় শর্ট ফিল্ম ‘সাইচিকেন’ । কয়েকদিনের মধ্যে চলচ্চিত্রটি একটি স্প্যানিশ উৎসবেও অংশ নেবে।
১৪-মিনিটের শর্ট ফিল্মটি ইতালির লিভোর্নোতে চলমান ১২তম ফিপিলি হরর ফেস্টিভালে প্রতিদ্বন্দ্বিতা করছে। বার্তা সংস্থা ইলনা এই প্রতিবেদন করছে।
‘সাইচিকেন’ একটি পরাবাস্তব নিও-নয়ার ফ্যান্টাসি নীরব শর্ট ফিল্ম। একজন চোরের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। চুরির সময় সে একটি ভয়ঙ্কর অপরাধ করে পালিয়ে যায়। কিন্তু সে লক্ষ্য করে, কেউ তাকে তাড়া করছে। লোকটি একটি মুরগির বাচ্চার কারণে যন্ত্রণা পায়। বাচ্চাটি তাকে সর্বত্র অনুসরণ করে। সূত্র: তেহরান টাইমস