বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দার্শনিক নাসির আদ-দিন তুসিকে নিয়ে আইআরআইবির ধারাবাহিক

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২০ 

news-image

পারস্য দার্শনিক, চিকিৎসক ও জ্যোতির্বিদ আবু জাফর মোহাম্মাদ তুসিকে (যিনি নাসির আদ-দিন তুসি নামে সর্বাধিক পরিচিত) নিয়ে একটি টিভি ধারাবাহিক বানানোর পরিকল্পনা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি। সোমবার আইআরআইবির জনসংযোগ দপ্তর এই ঘোষণা দিয়েছে।

টিভি ধারাবাহিকটিতে যারা অভিনয় করবেন তাদের এখনও বাছাই করা হয়নি। তবে মার্চের শেষ নাগাদ স্ক্রিপ্ট প্রস্তুত হবে। নাসির আদ-দিন তুসির (১২০১ থেকে ১২৭৪) বহু বিষয়ে দখল ছিল। তিনি বিজ্ঞান ও দর্শনে উৎসাহিত হন।

তুসি গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, মুসলিম দার্শনিক ইবনে সিনার দর্শন এবং ওষুধ বিষয়ে লেখাপড়া করেন। তিনি ১২৫৯ সালে প্রতিষ্ঠিত জ্যোতির্বিদ্যাগত অবজারভেটরি ‘মারাগেহ’ এর প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি একটি লাইব্রেরির প্রতিষ্ঠাতা যেখানে জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ সংশ্লিষ্ট সাহিত্যের ৪ লক্ষাধিক খণ্ড একসাথে রয়েছে। তার জন্মদিবস ইরানে প্রতি বছর প্রকৌশলী দিবস হিসেবে উদযাপিত হয়। এবছর তার জন্ম তারিখ পড়েছে ২৪ ফেব্রুয়ারি। সূত্র: তেহরান টাইমস।