বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দারিদ্র্য বিমোচনে সহযোগিতা করবে ইরান-পাকিস্তান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৯ 

news-image
ইরান ও পাকিস্তান দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করবে। ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক উপমন্ত্রী বাকের লারিজানি একথা বলেন।
 
তিনি পাকিস্তান সফর শেষে সোমবার এই মন্তব্য করেন। বলেন, পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে দুদেশ একে অপরকে শিক্ষা, শিক্ষার্থী বিনিময় এবং দারিদ্র্য বিমোচন ও সামাজিক অসুস্থতা কমিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
 
লারিজানি পাকিস্তান সফরকারী ইরানি প্রতিনিধি দলের কর্মসূচি ও পরিকল্পনা সম্পর্কে বিশদভাবে অবহিত করেন। সংশ্লিষ্ট বিষয়ে দুদেশের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরেন।
 
ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক উপমন্ত্রী বলেন, ইরান ও পাকিস্তান অনেক বছর আগে প্রাচীন ও দীর্ঘস্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। তাই পাকিস্তানি স্বাস্থ্য কর্মকর্তারা স্বাস্থ্য খাতে ইরানের ফলপ্রসূ অভিজ্ঞতা ও অ-সংক্রামক রোগ নিয়ন্ত্রণ থেকে সুবিধা গ্রহণের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।