দামেস্কে ইরানের বাণিজ্য কেন্দ্র চালু
পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/10/3582442.jpg)
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি বাণিজ্য কেন্দ্র চালু করা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উৎসাহিত করতে কেন্দ্রটি চালু করা হয়েছে বলে জানান ইরান-সিরিয়া যৌথ বাণিজ্য কমিটির চেয়ারম্যান কেইভান কাশেফি।
রোববার তিনি বলেন, ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের বিনিয়োগে দামেস্কের প্রাণকেন্দ্রে ৪ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত বাণিজ্য কেন্দ্রটি কার্যক্রম শুরু করেছে।
তিনি জানান, কেন্দ্রটি বিপণন, পরিবহন ও কনাসলটেশন অফিসসহ প্রয়োজনীয় সব ব্যবসায়িক সুবিধা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সাথে ব্যাংক ও বিমার শাখা রয়েছে। বর্তমানে ওই বাণিজ্য কেন্দ্রে ২৪টি ইরানি ফার্ম তাদের কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।