দশ হাজার অ্যাথলেটকে টিকা দিতে চায় ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২১
দশ হাজার অ্যাথলেটকে করোনা ভাইরাসের টিকা দিতে চায় ইরান। এমন তথ্য জানিয়েছেন দেশটির উচ্চপদস্থ একজন ক্রীড়া কর্মকর্তা।
তেহরানে শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে ইরানের জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট রেজা সালেহি আমিরি সাংবাদিকদের বলেন, দেশব্যাপী আমাদের জাতীয় দলের ১০ হাজার সদস্যের জন্য ২০ হাজার ডোজ টিকা প্রয়োজন।
তিনি বলেন, টিকা গ্রহণ করলে অ্যাথলেটরা শারীরিক ও মানসিক সুরক্ষা লাভ করবেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রী মাসুদ সোলতানিফারের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।