মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দশ মাসে ইরানের ১৬শ টন ঔষধি গাছ রপ্তানি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের শুরু থেকে প্রথম দশ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ জানুয়ারি ২০২০) ইরান থেকে ১৬শ ৩২ টন ঔষধি গাছড়া রপ্তানি হয়েছে। যা থেকে দেশটির আয় হয়েছে ১৫ মিলিয়ন ইউরো। ফরেস্ট, রেঞ্জ এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের উপপ্রধান তারাহোম বেহজাদ এই তথ্য জানান।

সোমবার তাকে উদ্ধৃত করে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের ১৬টি প্রদেশ থেকে আফগানিস্তান, ভারত, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ঔষধি গাছ রপ্তানি হয়ে থাকে।

বেহজাদ বলেন, জীববৈচিত্র্য এবং উদ্ভিদ প্রজাতির দিক দিয়ে ইরান বিশ্বের সমৃদ্ধ একটি দেশ। বিশ্বব্যাপী পরিচিত ১৫টি আবহাওয়ার ১১টিই উপভোগ করে দেশটি।

উদ্ভিদবিজ্ঞানী ও গবেষকদের মতে, ইরানে ৮ হাজার ৪২৫ প্রজাতির উদ্ভিদ রয়েছে। দেশটির ৮৫ মিলিয়ন হেক্টর জমিতে এসব উদ্ভিদ জন্মে।

ফরেস্ট, রেঞ্জ এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের উপপ্রধান আরও জানান, গত বছর ইরান ১৪শ ৪০ টন ঔষধি গাছ রপ্তানি করে। সেখানে চলতি বছরের প্রথম দশ মাসেই দেশটির রপ্তানি ১৬শ ৩২ টনে পৌঁছেছে। সূত্র: তেহরান টাইমস।