দর্শনার্থীদের জন্য ফের উন্মুক্ত হলো ইরানের বিখ্যাত আজাদী টাওয়ার
পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২১
ইরানের রাজধানীর সর্বাপেক্ষা আইকনিক ল্যান্ডমার্ক হিসেবে ব্যাপকভাবে পরিচিত বোর্জ-ই আজাদি বা আজাদি টাওয়ার। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর রোববার থেকে দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঐতিহাসিক নজর-কাড়া এই টাওয়ারটি।
আজাদি টাওয়ারের নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৭১ সালে। কাঠামোটির একটি খুব স্বতন্ত্র শৈলী রয়েছে। ঐতিহ্যবাহী ফারসি স্থাপত্যের সাথে আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে টাওয়ারটি নির্মাণ করা হয়। টাওয়ারের বিশাল ইওয়ান খিলানটি বেশ পরিষ্কারভাবেই দেখা যায়। ৮ হাজার পিস সাদা মার্বেল দিয়ে পুরো টাওয়ারটি মোড়ানো হয়েছে।
টাওয়ারটি যে স্থানে গড়ে উঠেছে সেই আজাদি চত্বর অত্যন্ত প্রতীকি একটি স্থান। এখানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময় বহু প্রতিবাদ সংঘটিত হয়েছে। আজকের দিনেও মিছিল সমাবেশের জন্য স্থানটি বেশ পরিচিত।
দর্শনার্থীরা লিফট বা সিঁড়ি ব্যবহার করে আজাদি টাওয়ারের উপরে উঠতে পারে এবং চূড়া থেকে উপভোগ করতে পারে শহরের সুন্দর দৃশ্য। সূত্র: তেহরান টাইমস।