বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো ইরান গালিচা জাদুঘর

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২১ 

news-image

করোনা ভাইরাস বৈশ্বিক মহামারির কারণে টানা কয়েক মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেয়া হলো তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত গালিচা জাদুঘর। বুধবার থেকে ইরান কার্পেট মিউজিয়াম সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

খুলে দেয়ার পর অনেক ব্যক্তি, গবেষক জাদুঘরটি পরিদর্শনে ছুটে আসেন। ছুটির দিন অবকাশ যাপনে আসেন কেউ কেউ। জাদুঘরটি বিরল ও ঐতিহাসিক কম্বল, গালিচা, কিলিম ও সচিত্র কম্বলে পরিপূর্ণ।

উল্লেখ্য, সূক্ষ্ম নকশা এবং ভাল মানের কারণে আন্তর্জাতিকভাবে ফারসি গালিচার ব্যাপক চাহিদা রয়েছে। আর ইরানি ঐতিহ্য ও শিল্প, সংস্কৃতির নিদর্শনের মধ্যে একটি হলো কার্পেট। ইরানি কার্পেটের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরোনো।

ইরানি জাতির কঠোর পরিশ্রম ও চেষ্টার ফসল হলো এ কার্পেট। ইরানি কার্পেট দু’ধরনের হয়। সাধারণ যে কার্পেটগুলো হাতে বোনা হয় সেগুলোর মূল্য মেশিনের তৈরি কার্পেটের তুলনায় বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।