দক্ষিণ ইরানে বিশাল গ্যাসক্ষেত্র আবিষ্কার
পোস্ট হয়েছে: অক্টোবর ৯, ২০১৯

ইরানের দক্ষিণ অঞ্চলে একটি বড় ধরনের গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এটিকে দেশটির গুরুত্বপূর্ণ অফশোর গ্যাসক্ষেত্র হিসেবে উল্লেখ করা হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গ্যাসক্ষেত্রটি ভূমি থেকে ৩ হাজার ৯শ মিটার গভীরে আবিষ্কৃত হয়েছে। বলা হচ্ছে, রাজধানী তেহরানে যে পরিমাণ গ্যাস চাহিদা রয়েছে এই গ্যাসক্ষেত্র থেকে টানা ১৬ বছর তা পূরণ করা সম্ভব।
ইরানের জাতীয় তেল কোম্পানি ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানির এক্সপ্লোরেশন ম্যানেজার সায়েদ সালেহ হেদনি গ্যাসক্ষেত্রটি আবিষ্কার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানের দক্ষিণাঞ্চলে টানা এক বছর যাবত অনুসন্ধানের পর এটি আবিষ্কৃত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিগগিরই গ্যাসক্ষেত্রটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।