বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

দক্ষিণ ইরানের পাথরের সুড়ঙ্গ আবিষ্কার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২২ 

news-image

সম্প্রতি ইরানের দক্ষিণে হাখামানশি যুগের বাঁধের কাছে অবস্থিত একটি এলাকায় পাথরের খিলানযুক্ত সুড়ঙ্গ আবিষ্কার করেছে একটি সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা দল।স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, পাথরের খিলানযুক্ত সুড়ঙ্গটির উচ্চতা দেড় মিটার। সম্প্রতি ফার্স প্রদেশের মারভদাশত সমভূমিতে হাখামানশি রাজা দারিয়াস (দ্য গ্রেট) এর নামানুসারে অবস্থিত একটি ঐতিহাসিক বাঁধের কাছে সুড়ঙ্গটি পাওয়া গেছে।ওই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত ৪০ মিটার টানেল আবিষ্কৃত হয়েছে। এটিকে আবার জলাশয় বলেও মনে হয়েছে। তবে ঐতিহ্য এবং সাংস্কৃতিক বিশেষজ্ঞরা সতর্ক গবেষণার মাধ্যমে সুড়ঙ্গের আসল ব্যবহার প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।”প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন, হাখামানশি যুগে (খ্রিস্টপূর্ব ৫৫০ থেকে ৩৩০ সাল) বাঁধটি নির্মাণ করা হয়। জল ব্যবস্থাপনায় তৎকালীন প্রকৌশলীদের ভূমিকা এখনও আধুনিক স্থপতি এবং প্রকৌশলীদের জন্য অনুপ্রেরণার উৎস বলে মনে করেন প্রত্নতাত্ত্বিকরা। সূত্র: তেহরান টাইমস।