দক্ষিণ আফ্রিকায় ইরানের রপ্তানি বেড়েছে ৫০০ শতাংশ
পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২২

গত ইরানি ক্যালেন্ডার বছরের ১৪০০ সালে (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) দক্ষিণ আফ্রিকায় ইরানের তেলবহির্ভূত পণ্য রপ্তানি নাটকীয়ভাবে বেড়েছে। আগের বছরের তুলনায় দেশটিতে রপ্তানি বেড়েছে ৫শ শতাংশ। এই তথ্য জানিয়েছেন ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) প্রধান আলিরেজা পেইমান-পাক।
সোমবার তিনি জানান, গত বছর আগের বছরের তুলনায় দক্ষিণ আফ্রিকায় দেশটির রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। টিপিওআই প্রধান বলেন, গত বছর দক্ষিণ আফ্রিকায় ইরানের ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয় এবং দেশটি দক্ষিণ আফ্রিকা থেকে ৫৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। পেইমান পাক আরও জানান, উল্লিখিত সময়ে বিদেশের সাথে ইরানের বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।