দক্ষিণপশ্চিম ইরানে প্রাগৈতিহাসিক কালের স্থান আবিষ্কার
পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০২১

দক্ষিণ-পশ্চিম ইরানে বিশাল আয়তনের প্রাগৈতিহাসিক কালের একটি স্থান আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের সদ্য আবিষ্কৃত এই স্থানটি আনুমানিক ১০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত।
সোমবার প্রত্নতত্ত্ববিদ আলি-আসগার নোরুজিকে উদ্ধৃত করে সিএইচটিএন এর এক প্রতিবেদনে বলা হয়, চাহারমহল-বখতিয়ারি প্রদেশের আরদাল শহরের নিকটে ১০ হেক্টর এলাকায় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান শনাক্ত হয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন এবং হস্তশিল্পের প্রাদেশিক অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলশ্রুতিতে স্থানটি শনাক্ত করা গেছে। এটি ১০ হাজার বছরের আগের প্রমাণ বহন করে। সূত্র: তেহরান টাইমস।