থ্রিডি-বোনা গ্লাস কম্পোজিট উৎপাদকের ক্লাবে ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২১

নির্মাণ শিল্পে ব্যবহৃত থ্রিডি-বোনা গ্লাস কম্পোজিট উৎপাদনকারী ৫ দেশের ক্লাবে যোগ দিল ইরান। দেশটিতে এই ক্লাবে যোগ দিতে সাহায্য করেছে বিজ্ঞানভিত্তিক একটি কোম্পানি।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির তথ্যমতে, ইরানি একটি বিজ্ঞান-ভিত্তিক কোম্পানি ইরানকে নির্মাণ শিল্পে ব্যবহৃত থ্রিডি-বোনা গ্লাস কম্পোজিট উৎপাদনকারী ৫ দেশের ক্লাবে যুক্ত হতে সাহায্য করেছ। এসব অত্যাধুনিক ফ্যাব্রিক্স কেবল হাতে গোনা কয়েকটি শিল্পোন্নত দেশে উৎপাদন করা হয়। আগে বিদেশ থেকে এসব পণ্য ইরানে আমদানি করা হতো। অত্যাধুনিক এই উপাদান তৈরিতে ইরানি কোম্পানিটির সফল হতে দশকেরও বেশি সময় লেগেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। উল্লেখ্য, থ্রিডি-বোনা কাচের কম্পোজিট নির্মাণ, পরিবহন, রাস্তা শিল্প, সেইসাথে জল ও পয়ঃনিষ্কাশন শিল্প, তেল এবং পেট্রোকেমিক্যাল শিল্প, যৌগিক শেড নির্মাণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র, অন্যান্য কাঠামো এবং তাদের শক্তিশালীকরণ, শিল্প গ্রীনহাউস, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং নগর সুবিধাগুলিতে ব্যবহৃত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।