রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ত্রিপোলি চলচ্চিত্র উৎসবের সেরা ছবি ‘পার্টিং’

পোস্ট হয়েছে: মে ৯, ২০১৭ 

news-image

ত্রিপোলি চলচ্চিত্র উৎসবে সেরা চলিচ্চত্রের অ্যাওয়ার্ড পেয়েছে ইরান ও আফগানিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘পাটিং’। ছবিটি পরিচালনা করেছেন তেহরানভিত্তিক আফগান প্রযোজক নাভিদ মাহমুদী। লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে এই উৎসব ২৭ এপ্রিল শুরু হয়। পর্দা নামে গত ৪ মে।

‘পাটিং’ ছবিটি টিনেজ প্রেমিক যুগল নাবি ও ফেরেশতেহকে ঘিরে নির্মিত। ফেরেশতেহকে তার পরিবার আফগানিস্তান থেকে অন্যত্র নিয়ে গেলে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কয়েক বছর পর নাবি ফেরেশতেহকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং সে বিদেশ পাড়ি দেয়ার মতো ঝুঁকি নেয়। পাশাপাশি সে ভালো জীবনযাপনের আশায় ইউরোপে পুনর্বাসিত হওয়ার সিদ্ধান্ত নেয়।

এছাড়া ত্রিপোলি চলচ্চিত্র উৎসবে লেবানন ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ছবি ‌এ টাইম টু রেস্ট’ সেরা ডকুমেন্টারির অ্যাওয়ার্ড পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মরিয়াম আল হাজ। অন্যদিকে, স্পেনের মার্ক রিবা ও অ্যান্না সোলানাস পরিচালিত ‘ডেড হর্সেস’ উৎসবের সেরা অ্যানিমেশন ছবির অ্যাওয়ার্ড পেয়েছে।

সূত্র: তেহরান টাইমস।